রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে বিএনপির পেইড এজেন্টরা: তথ্যমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৫৭ পিএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এবং তাদের পেইড এজেন্টরা রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সচিবালয়ে আজ বুধবার (৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের নির্বাহী আদেশ বাতিল করে তাকে কারাগারে পাঠালে বিএনপি বুঝতে পারবে মহানুভবতা কত বড়। খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়ে চলেছেন, তা নজিরবিহীন।
