Logo
Logo
×

জাতীয়

শুরু হলো এইচপিভি টিকা কর্মসূচি, করতে হবে নিবন্ধন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০৯:২৪ পিএম

শুরু হলো এইচপিভি টিকা কর্মসূচি, করতে হবে নিবন্ধন

স্বাস্থ্য বিভাগের পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিভাগের ১০ থেকে ১৪ বছর বয়সি কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। 

রোববার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম। বলেন, পরীক্ষামূলক প্রয়োগ শেষে মেয়েদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে এইচপিভি টিকা কার্যক্রম শুরু করেছি। টিকা নিতে হলে প্রথমে টিকা গ্রহণকারীকে ভ্যাক্স ইপিআই অ্যাপে জন্মসনদ দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ছাড়া কোনোভাবেই এ টিকা গ্রহণের সুযোগ থাকছে না।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রথম ধাপে পঞ্চম থেকে নবম শ্রেণি পড়ুয়া ছাত্রী এবং স্কুলে পড়ে না এমন কিশোরীদের বিনামূল্যে এ টিকা দেওয়া হবে। 

কর্মসূচির আওতায় ঢাকা বিভাগের সব জেলা, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকার ২৩ লাখ কিশোরী এ টিকা পাবে। প্রথম পর্যায়ে ১৮ দিন এই কর্মসূচি চলবে। 

এদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক তার নির্বাচনি এলাকা মানিকগঞ্জ জেলা পরিষদ হলরুমে ছাত্রীদের এইচপিভি টিকা ক্যাম্পেইন উদ্বোধন করেন। বলেন, এ টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও) অনুমোদিত। 

সংশ্লিষ্ট স্কুল, হাসপাতালসহ সব টিকাকেন্দ্রে এ টিকা বিনামূল্যে দেওয়া হবে। সারা দেশে এক কোটি ২৫ লাখ টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশিদা সুলতানা, উপ-পরিচালক (ইপিআই) ডা. জেসমিন আরা খানম, জেলা প্রশাসক রেহেনা আক্তার, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী প্রমুখ। 

আগামী বছরের এপ্রিলে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ এবং আগস্টে দেশের বাকি পাঁচ বিভাগে দেওয়া হবে এই টিকা।


 

এইচপিভি টিকা কর্মসূচি নিবন্ধন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম