Logo
Logo
×

জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল

জনগণের জন্য ভালো কিছু দেখছি না

Icon

ড. শাহদীন মালিক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

জনগণের জন্য ভালো কিছু দেখছি না

ড. শাহদীন মালিক

তফশিল ঘোষণাটা আরও পরে করলে আলাপ-আলোচনার সুযোগ পাওয়া যেত। সাধারণত নির্বাচনের পঁয়তাল্লিশ দিন আগে তফশিল ঘোষণা করা হয়ে থাকে। যেহেতু নির্বাচন হতে হবে জানুয়ারির শেষ সপ্তাহে, তাই ডিসেম্বরের ১০-১৫ তারিখেও তফসিল ঘোষণা করলে এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটা আলাপ-আলোচনার সুযোগ হতো। তো সেই বিবেচনায় এত তাড়াহুড়া করে তফশিল ঘোষণা করে আলাপ বা সংলাপ বা মধ্যস্থতার সুযোগটা নষ্ট করে দেওয়া হয়েছে।

দ্বিতীয়ত, তফশিল ঘোষণার পরপর বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল আবার তাদের অভিমত ব্যক্ত করেছে যে, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। অতএব স্পষ্টতই কোনো রাজনৈতিক পরিবর্তন না হলে এটা অতীতের মতো একতরফা নির্বাচন হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ এবং তার সহযোগী কয়েকটা দল অংশগ্রহণ করবে। কিন্তু রাজনীতির মাঠের অন্যান্য বড় খেলোয়াড়, মানে যারা বড় বড় দল, কেউ অংশগ্রহণ করবে না। অতএব সত্যিকার অর্থে নির্বাচন হবে না, হবে একটা নির্বাচনের খেলা। এবং এই নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ জিতবে, এটা এখন স্পষ্ট।

কিন্তু নির্বাচনে জিতে, অর্থাৎ ৭ জানুয়ারি একতরফা নির্বাচনে জিতে দেশ পরিচালনায় কতটা সফল তারা হবেন, সেটাই এখন বড় প্রশ্ন। আমার আশঙ্কা ভূরাজনৈতিক বর্তমান যে অবস্থা, আমাদের অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা, আর রিজার্ভের সঙ্কট এবং খুবই তাড়াতাড়ি আমরা যে বড় বড় মেগা প্রকল্প করার জন্য যে টাকা ধার নিয়েছি, সেই টাকা শোধ করা-সবকিছু মিলে জনগণের জন্য ভালো কিছুই দেখছি না।

ড. শাহদীন মালিক : আইনজ্ঞ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তফশিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম