যে কারণে বাতিল হলো ওয়ালেটমিক্সের লাইসেন্স
অবৈধ লেনদেনের অপরাধে পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ওয়ালেটমিক্স লিমিটেডের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ওয়ালেটমিক্স অবৈধ লেনদেন করেছে; যার অনুমোদন ছিল না। এ কারণে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে ওয়ালেটমিক্সের সঙ্গে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানসহ কোনো প্রতিষ্ঠান লেনদেন করতে পারবে না।
লাইসেন্স বাতিলের নির্দেশনাটি কেন্দ্রীয় ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ পেমেন্ট সিস্টেমস রেগুলেশেনসের ক্ষমতাবলে এবং ওয়ালেটমিক্স লিমিটেডকে দেওয়া লাইসেন্সের শর্ত মোতাবেক গ্রাহক স্বার্থ রক্ষায় ওয়ালেটমিক্সের পেমেন্ট সিস্টেম অপারেটর লাইসেন্স বাতিল করা হয়েছে।
যে কারণে বাতিল হলো ওয়ালেটমিক্সের লাইসেন্স
যুগান্তর প্রতিবেদন
২১ নভেম্বর ২০২৩, ০৩:৩৮:১৭ | অনলাইন সংস্করণ
অবৈধ লেনদেনের অপরাধে পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ওয়ালেটমিক্স লিমিটেডের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ওয়ালেটমিক্স অবৈধ লেনদেন করেছে; যার অনুমোদন ছিল না। এ কারণে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে ওয়ালেটমিক্সের সঙ্গে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানসহ কোনো প্রতিষ্ঠান লেনদেন করতে পারবে না।
লাইসেন্স বাতিলের নির্দেশনাটি কেন্দ্রীয় ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ পেমেন্ট সিস্টেমস রেগুলেশেনসের ক্ষমতাবলে এবং ওয়ালেটমিক্স লিমিটেডকে দেওয়া লাইসেন্সের শর্ত মোতাবেক গ্রাহক স্বার্থ রক্ষায় ওয়ালেটমিক্সের পেমেন্ট সিস্টেম অপারেটর লাইসেন্স বাতিল করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023