Logo
Logo
×

জাতীয়

প্রার্থিতা চেয়ে আপিলে ৩ শতাধিক স্বতন্ত্র

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ পিএম

প্রার্থিতা চেয়ে আপিলে ৩ শতাধিক স্বতন্ত্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে তিন শতাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে কমিশনে আপিল করেছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ৪২৩ জন স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল করেন। বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে এ সংখ্যক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করলেন।

নানা করণে মনোনয়নপত্র বাতিল হয়েছে এমন শতাধিক স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে ইসিতে কোনো আবেদন করেননি। শনিবার বিকালে আপিলের সময় শেষ হয়েছে।

এই নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে ২৭১৬ জন মনোনয়নপত্র জমা দেন। ১-৪ ডিসেম্বর এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ে দলীয় এবং স্বতন্ত্রসহ ৭৩১ জনের প্রার্থিতা বাতিল হয়। বৈধ প্রার্থী হিসাবে টিকে যান ১৯৮৫ জন। 

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপি) অনুযায়ী, প্রার্থিতা ফিরে পেতে এবং বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল- এই দুই দাবিতে নির্বাচন কমিশনে আপিল করা যায়। ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত আপিলে মোট ৫৬১টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৩২টি আবেদনে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চাওয়া হয়। বাকি ৫২৯টি আপিলে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে আওয়ামী লীগসহ ২৮টি রাজনৈতিক দলের শতাধিক প্রার্থী রয়েছেন। বাকিরা স্বতন্ত্র। 

যে ৩২ জনের প্রার্থিতা বাতিলে ইসিতে আপিল জমা পড়েছে, তাদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের। এ তালিকায় বিএনপি থেকে আওয়ামী লীগ যোগ দেওয়া ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমর ও চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও (নওফেল) রয়েছেন। 

আপিল জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর শনিবার বিকাল সোয়া ৫ টায় ব্রিফিং করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। 

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন পড়েছে ৫৬১টি। শেষ দিনে (গতকাল) আবেদন জমা পড়েছে ১২৩টি। তবে কোন দলের কতটি আবেদন পড়েছে তা তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি। 

সচিব বলেন, যেসব আবেদন জমা পড়েছে সেগুলো ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্র্যন্ত শুনানি করে কমিশন সিদ্ধান্ত দেবে।

ইসির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জাতীয় পার্টির ৩১, আওয়ামী লীগের ৯, বাংলাদেশ কংগ্রেসের ২৬, তৃণমূল বিএনপির ২৩ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির ১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। 

নির্বাচন কমিশন জানিয়েছে, আপিল জমার ক্রমিক নম্বর অনুসারে রোববার থেকে শুনানি শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনার এ শুনানি করবেন। প্রতিদিন ১০০টি আপিল শুনানির লক্ষ্য নির্ধারণ করেছে ইসি। শুনানির পর ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 

যাদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল: জানা গেছে, গত ৫ দিনে অন্তত ৩২ জন বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিলের জন্য আপিল করেছেন প্রতিপক্ষরা। 

হলফনামায় মামলার তথ্য গোপন করার অভিযোগ তুলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির। শনিবার প্রতিনিধির মাধ্যমে তিনি আপিলটি করেন। 

শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিলের আগে মনিরুজ্জামান নিজের প্রার্থিতা ফেরত পেতে ইসিতে আপিল করেন। এক শতাংশ স্বাক্ষরের তালিকা সঠিক নয় এমনটি জানিয়ে রিটার্নিং কর্মকর্তা মনিরের প্রার্থিতা বাতিল করেছেন।

বরিশাল-৪ আসনের বর্তমান সংসদ-সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছেন আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আক্তার। একইদিন নিজের প্রার্থিতা ফিরে পেতেও পৃথক আবেদন করেন তিনি। 

যশোর-৪ আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল চেয়ে দুটি আবেদন জমা পড়েছে। 

নেত্রকোনা-৪ আসনে কয়েক মাস আগে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ-সদস্য সাজ্জাদুল হাসান, লালমনিরহাট-১ আসনের আওয়ামী লীগের মোতাহার হোসেন, বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের একরামুল করিম চৌধুরী, ময়মনসিংহ ৯ আসনের আওয়ামী লীগের আব্দুস সালাম, টাঙ্গাইল-২ আসনে আওয়ামী লীগের ছোট মনির, কুমিল্লা-৪ আসনের আওয়ামী লীগের রাজী মোহাম্মদ ফখরুল এবং চট্টগ্রাম-১৫ আসনে আওয়ামী লীগের আবু রেজা মুহম্মদ নেজামউদ্দিনের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন জমা পড়েছে। 

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দিনাজপুর-৩ আসনে বিশ্বজিত কুমার, চুয়াডাঙ্গা-২ আসনের আবু হাশেম রেজা, চাঁদপুর-৫ আসনের স্বতন্ত্র গাজী মঈন উদ্দিন, চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বিরুদ্ধে আপিল জমা হয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম