Logo
Logo
×

জাতীয়

চট্টগ্রামে ফিলিস্তিন রাষ্ট্রদূত

ইসরাইলকে অস্ত্র দিয়ে মানবাধিকারের কথা বলা হচ্ছে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫১ পিএম

ইসরাইলকে অস্ত্র দিয়ে মানবাধিকারের কথা বলা হচ্ছে

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান বলেছেন, অনেকে মানবাধিকার নিয়ে বক্তৃতা দেয় কিন্তু তারাই ইসরাইলকে বোমা ও প্রাণঘাতী অস্ত্র দিচ্ছে, তাই তাদের এ নিয়ে কথা বলার অধিকার নেই।

শনিবার চট্টগ্রামের বাংলাদেশ উইমেন অ্যাসোসিয়েশন (বাওয়া) স্কুল অ্যান্ড কলেজের মাঠে ইংরেজি শেখার প্রতিষ্ঠান ইংলিশ ট্র্যাক আয়োজিত ‘কল ফর হিউম্যানিটি’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম এবং জর্ডান, সিরিয়া ও ফিলিস্তিনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

ইউসুফ এসওয়াই রামাদান বলেন, শিশু, নারী, নিরপরাধ মানুষ এমনকি গর্ভবতী নারীদেরও হত্যা করা হচ্ছে। এটা পশু হত্যার মতো ... এমনকি যখন আমরা পশু হত্যা করি, আমরা তাদের জন্য অনুভব করি কিন্তু ইসরাইলের বর্বরতা সব সীমা অতিক্রম করেছে।

নজরুল ইসলাম বলেন, ফিলিস্তিনিদের মুক্তিকে আমরা অন্তর থেকে সমর্থন করি। তাদের মুক্তি সংগ্রামকে সমর্থন করা আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতাও।

নাহিদা সোবহান বলেন, ফিলিস্তিনে যা ঘটছে তার কারণ ধর্ম নয়। এটা দখলদারিত্বের বিষয়। এটা ১০৬ বছরের পুরনো গল্প।

চট্টগ্রাম ফিলিস্তিন রাষ্ট্রদূত ইসরাইল  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম