Logo
Logo
×

জাতীয়

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি আতিকুল বরখাস্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০১:০৫ এএম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি আতিকুল বরখাস্ত

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আতিকুল ইসলামকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ। ছবি: সংগৃহীত

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য আতিকুল ইসলামকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ। বুধবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বোর্ড মেম্বারদের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে ভিসির কাছে জবাবদিহি চাওয়া হচ্ছিলো। আবার শিক্ষার্থীরাও তার পদত্যাগের জন্য আল্টিমেটাম দিয়ে আসছিল।

ট্রাস্টিরা জানান, এনএসইউ’কে সামনে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়েই যোগ্য শিক্ষক রয়েছেন। দ্রুতই বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরবে এমন আশাবাদও ব্যক্ত করেন তারা।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভিসি আতিকুল বরখাস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম