ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড পেলেন ডা. মশিউর ও মুহাম্মদ রাজ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১০:৫৭ পিএম
বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস উদযাপন উপলক্ষে ‘দেশে শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন, ধর্ম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম. নাজিমুদ্দিন আল আজাদ। প্রধান আলোচক ছিলেন দেশবরেণ্য কথা সাহিত্যিক ও সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মঈন উদ্দিন কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. মো. মশিউর রহমান, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের পরিচালক, সমাজ সেবক ও মানবাধিকার কর্মী নওমুসলিম মুহাম্মদ রাজ, এশিয়ান ইউনিভার্সিটির প্রফেসর এবং বিশিষ্ট কবি সাহিত্যিক লেখক ও গবেষক ড. এমদাদুল হক খান, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও দৈনিক যুগান্তর পত্রিকার সার্কুলেশন ম্যানেজার মো. সাইদুল হক,অনুষ্ঠান সমন্বয়কারী হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. মোশাররফ হোসাইন রাজু।
সভাপতিত্ব করেন সোশ্যাল জাস্টিস ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ব্যারিস্টার রবিউল হোসেন রবি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রতিটি সেক্টর বিগত আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়ে গেছে। এদেশের মিডিয়া তথা সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। বুদ্ধিজীবী সুশীল সমাজ শিক্ষক আলেম-ওলামা ছাত্র জনতার বাক স্বাধীনতা ছিল না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধা জানাই এবং তাদের স্বপ্ন পূরণে আমাদের কাজ করতে হবে।
বিশেষ করে প্রশাসনের সব ক্ষেত্রে সংস্কার করে একটি সোনার বাংলাদেশ গড়তে হবে যেখানে থাকবে না কোন বৈষম্য।
বিশেষ অতিথি বসুন্ধরা আদ্ দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান বাংলাদেশের অন্যতম নাক কান গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মশিউর রহমান বলেন, নির্যাতিত নিপীড়িত দেশের গণমানুষের মুক্তির জন্য বৈষম্য বিরোধী একটি দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ গড়ার জন্য ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ ভাবে দেশপ্রেম নিয়ে বৈষম্য বিরোধী দেশ গড়ার জন্য এগিয়ে আসা। দেশের প্রতিটি সেক্টরে সকল বৈষম্য দূর করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই ছাত্র জনতার আত্মত্যাগের স্বপ্ন পূরণ হবে।
অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. মো. মশিউর রহমানকে চিকিৎসা ও সমাজ সেবায় এবং মুহাম্মদ রাজকে মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড ২০২৪ সম্মাননা পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক কেবিনেট মন্ত্রী (ধর্ম ও পাণি সম্পদ মন্ত্রণালয়)এম.নাজিম উদ্দিন আল আজাদ।