Logo
Logo
×

জাতীয়

বিসিএস (প্রশাসন) ১৫তম ব্যাচের নতুন কমিটি গঠন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৭:৪৬ পিএম

বিসিএস (প্রশাসন) ১৫তম ব্যাচের নতুন কমিটি গঠন

একেএম তারিকুল আলম এবং মো. ওবায়দুর রহমান। ফাইল ছবি

বিসিএস (প্রশাসন) ১৫তম ব্যাচের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবের লাউঞ্জে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন আগের কমিটির সভাপতি শফিউল আজিম। সভার শুরুতে তিনি বিদ্যমান কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি অবলুপ্তি ঘোষণা করেন। পরে উপস্থিত সদস্যরা ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন করেন। 

নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন একেএম তারিকুল আলম। সাধারণ সম্পাদক পদে মো. ওবায়দুর রহমান এবং কোষাধ্যক্ষ পদে মো. রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।  

নবনির্বাচিত সভাপতি তারিকুল আলম জুলাই-আগস্ট বিপ্লবের শহিদদের শ্রদ্ধা জানিয়ে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্যদেরকে সম্মিলিতভাবে ব্যাচের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় কার্যকরী কমিটির সদস্যরা দেশ ও জাতির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। 

বিসিএস প্রশাসন কমিটি গঠন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম