Logo
Logo
×

জাতীয়

শহিদুল আলমের মুক্তি চান অরুন্ধতীসহ পাঁচ বিশ্ববরেণ্য লেখক

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৯ পিএম

শহিদুল আলমের মুক্তি চান অরুন্ধতীসহ পাঁচ বিশ্ববরেণ্য লেখক

আলোকচিত্রী শহিদুল আলম। ছবি: সংগৃহীত

আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবি জানিয়েছেন ভারতীয় লেখক অরুন্ধতী রায় ও যুক্তরাষ্ট্রের লেখক নোয়াম চমস্কিসহ বিশ্বের পাঁচজন বরেণ্য লেখক। শনিবার এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, অবিলম্বে শহিদুল আলমের মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

অন্য লেখকরা হলেন- কানাডার সমাজকর্মী, চলচ্চিত্র নির্মাতা ও লেখক নোয়মি ক্লেম, যুক্তরাষ্ট্রের ছোটগল্প লেখক ও অভিনেতা ইভএন্সেলার এবং ভারতের ইতিহাসবিদ বিজয় প্রসাদ। 

এর আগে ড. অমর্ত্য সেনসহ ১১ জন নোবেল বিজয়ী শহিদুল আলমের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন।

আলোকচিত্রী শহিদুল আলম মুক্তি বিবৃতি ভারতীয় লেখক অরুন্ধতী রায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম