Logo
Logo
×

অন্যান্য

দেশের অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রকাশ সোমবার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম

দেশের অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রকাশ সোমবার

প্রতীকী ছবি

দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা কেমন, তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হবে আগামী সোমবার (২ ডিসেম্বর)।এর আগে এই শ্বেতপত্রের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাখিল করা হবে। 

বৃহস্পতিবার শ্বেতপত্র প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য জানান, আগামী রোববার প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদনটি জমা দেওয়া হবে।

আজ রাজধানীর ইআরএফ মিলনায়তনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) আয়োজিত ‘বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও উন্মুক্ত বাজেট জরিপ ২০২৩’ ফলাফল প্রকাশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ড. দেবপ্রিয় আরও জানান, আগামী সোমবার সংবাদ সম্মেলন করে শ্বেতপত্রের ফল গণমাধ্যমকে জানানো হবে।

অর্থনীতি শ্বেতপত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম