Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশে আবারও ভূমিকম্প অনুভূত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩১ এএম

বাংলাদেশে আবারও ভূমিকম্প অনুভূত

চার দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল তিব্বত। শুধু বাংলাদেশ নয়, এটি নেপাল, ভারত, ভুটান এবং চীনেও অনুভূত হয়েছে।  

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে এটি। বিষয়টি জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস।

এর আগে গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। 

ভূমিকম্প বাংলাদেশে ভূমিকম্প আজকের ভূমিকম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম