Logo
Logo
×

জাতীয়

জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫৫ পিএম

জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। 

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, অবিলম্বে এটি কার্যকর হবে। 

এর আগে  রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব তৈরির জন্য প্রথম ধাপে গঠিত ছয় সংস্কার কমিশনের সবগুলোরই মেয়াদ বাড়ানো হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ গত বৃহস্পতিবার পৃথকভাবে প্রজ্ঞাপন জারি করেছে। 

এখন জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচনব্যবস্থা ও সংবিধান—এসব খাতে পাঁচটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দেওয়ার জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় পেল। আর ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশনকে।

জনপ্রশাসন সংস্কার কমিশন সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম