|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীতে বসবাসকারী মানুষের প্রচলিত একটি ডায়লগ-‘রাতে মশা দিনে মাছি এই নিয়েই ঢাকায় আছি’। বিশেষ করে গরম বেড়ে গেলে মশার উপদ্রপও বেড়ে যায়।
মশার যন্ত্রণায় অতিষ্ঠ রাজধানীসহ পুরো দেশের মানুষ। এই মশার যন্ত্রণা থেকে মুক্তির কৌশল জেনেনিন-
কয়েল ছাড়াই মশা তাড়ানো সম্ভব যদি আপনি এই পদ্ধতি অবলম্বন করেন।
মশা তাড়াতে হলে আপনাকে একটি বিশেষ বাতি প্রস্তুত করতে হবে। এই বাতিটি বিশেষ ভাবে তৈরি করতে হবে।
প্রথমে একটি লেবু নিতে হবে। লেবুর উপরের অংশ কেটে ছুরি বা চামচের সাহায্যে লেবুর ভেতরে যা আছে সব বের করে নিতে হবে। চারদিকে লেবুর খোসাটা রাখতে হবে।
এরপর সেই লেবুর খোসার মধ্যে সরিষার তেল ভালো করে ভরে নিতে হবে। সেই তেলের সঙ্গে দুটি কর্পুর এবং কয়েকটি লবঙ্গ দিতে হবে।
এবার তেল ভর্তি লেবুর খোসাটি একটি বাতি হিসেবে রেখে জ্বালাতে হবে। ঘরের এক কোণে রেখে দিলেই হবে। মশার চৌদ্দগোষ্ঠী পালিয়ে যাবে।
