Logo
Logo
×

জাতীয়

এনসিপির প্রশ্ন এড়িয়ে সংখ্যালঘু ইস্যুতে ভাঙা রেকর্ড বাজাল ভারত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৮:৩৯ পিএম

এনসিপির প্রশ্ন এড়িয়ে সংখ্যালঘু ইস্যুতে ভাঙা রেকর্ড বাজাল ভারত

রণধীর জয়সোয়াল

বাংলাদেশে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে দেশটি বিশেষভাবে উদ্বিগ্ন।

শুক্রবার (৭ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ উদ্বেগের কথা জানান মুখপাত্র রণধীর জয়সোয়াল। এ সময় হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের জানমাল এবং উপাসনালয় রক্ষার দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বলে উল্লেখ করেন তিনি।

জয়সোয়াল বলেন, ‘আমরা বারবার বলেছি যে হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের জানমাল এবং উপাসনালয় রক্ষার দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের।’

গত বছরের ৫ আগস্ট থেকে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে ২,৩৭৪টি ঘটনার কথা উল্লেখ করেছেন জয়সোয়াল। তবে পুলিশ এর মধ্যে ১,২৫৪টি ঘটনা তদন্ত করেছে। তদন্তে দেখা গেছে, ঘটনাগুলোর ৯৮ শতাংশই ‘রাজনৈতিক কারণে’ সংঘটিত হয়েছে।

ঘটনাগুলোর পেছনের উদ্দেশ্য নিয়ে মাথা না ঘামিয়ে বরং সুবিচার নিশ্চিতের প্রতি জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘এ  ধরনের বিভাজন না করে হত্যা, ভাঙচুর, সংঘর্ষের মতো অপরাধের জন্য বাংলাদেশ দায়ী ব্যক্তিদের তদন্তসাপেক্ষে বিচারের মুখোমুখি করবে বলে আশা করি।’

বাংলাদেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয় জয়সোয়ালকে। তবে সে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে এই মুখপাত্র বলেন, ‘আমরা এমন এক স্থিতিশীল, শান্তিপূর্ণ, বহুত্ববাদী, প্রগতিশীল বাংলাদেশের পাশে থাকতে চাই, যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়।’

ভারত এনসিপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম