জুলাই বিপ্লবে আহতদের চিকিত্সা
চক্ষু বিজ্ঞানে যুক্তরাজ্যের দুই বিশেষজ্ঞ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১০:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জুলাই বিপ্লবে চোখে আঘাতপ্রাপ্তদের চিকিত্সা দিতে এবার ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের দুই বিশেষজ্ঞ চিকিত্সক। তারা হলেন, দেশটির বিখ্যাত মরফিল্ড আই হাসপাতালের রেটিনা বিশেষজ্ঞ ডা. মাহী মুকিত ও ডা. নিয়াজ ইসলাম। শনিবার সকাল থেকে তারা রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই বিপ্লবে আহতদের চিকিত্সা দেন। রোববারও চিকিত্সা দেবেন, প্রয়োজন হলে অসে্ত্রাপচার করবেন।
রোগীদের চিকিত্সা সম্পর্কে বাংলাদেশি বংশোদ্ভূত
ব্রিটিশ নাগরিক ডা. নিয়াজ ইসলাম বলেন, একেকজনের একেক সমস্যা। এখানকার চিকিত্সকরা ভালো
চিকিত্সা দিয়েছেন। এখানে বড় সমস্যা পাচ্ছি, রোগীরা অনেক কিছু বুঝে না, বুঝতে চায় না।
আমরা তাদের বিষয়গুলো কাউন্সিলিং করার চষ্টো করছি। তিনি বলেন, তার আগে একটা সমস্যা
ছিল, সেটা সমাধান হয়েছে। এখন কী অবস্থায় আছে, ভবিষ্যতে কী হতে পারে? এগুলো ঠিক করে
আমরা পরিকল্পনা ঠিক করছি। যার যেটা প্রয়োজন, সেই সাপোর্ট দিতে চাই। অসে্ত্রাপচার
প্রয়োজন হলে করব। যার নিয়মিত চিকিত্সা প্রয়োজন, করছি। তবে এটা এক দুইদিনের বিষয় নয়।
দীর্ঘদিন ফলোআপের বিষয়।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী
পরিচালক ডা. রেজওয়ানুর রহমান সোহেল বলেন, জুলাই বিপ্লব আহত চক্ষু রোগীদের আমাদের
হাসপাতালে চিকিত্সা দিয়েছি। অনেককে বিদেশে চিকিত্সার জন্য পাঠিয়েছি। সিঙ্গাপুর থেকে
চিকিত্সক এনেও দেখিয়েছি। যুক্তরাজ্য থেকে দুজন চিকিত্সক এসে দেখছেন। আমরা চাই, বৈষম্যবিরোধী
ছাত্র-জনতার আন্দোলনে আহত রোগীরা সর্বোচ্চ সেবা পাক।
হাসপাতালে আহতদের চিকিত্সা সমন্বয়ক ও সহকারী অধ্যাপক
জাকিয়া সুলতানা নীলা বলেন, অনেক রোগী। তাদের নানারকম সমস্যা। আমরা চষ্টো করেছি আমাদের
সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। এখনো চষ্টো করে যাচ্ছি। এরই অংশ হিসাবে দুজন বিশেষজ্ঞ
চিকিত্সক আমরা এনেছি। তারা পরামর্শ দেবেন, প্রয়োজনে অসে্ত্রাপচার করবেন।
