Logo
Logo
×

জাতীয়

লিবিয়া থেকে ফিরলেন পাচারের শিকার ১৭৬ বাংলাদেশি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৫:২১ পিএম

লিবিয়া থেকে ফিরলেন পাচারের শিকার ১৭৬ বাংলাদেশি

ফেরত আসা একজন

অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, নির্যাতন ও পাচারের শিকার মোট ১৭৬ প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে তাদের বহনকারী একটি বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

তাদের মধ্যে ১০৬ জন ত্রিপলির একটি বন্দিশিবিরে আটক ছিলেন। বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থায় থাকার কারণে স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর সহযোগিতায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেয় লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।

এর আগে, বুধবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তাদের ফেরার ব্যাপারে তথ্য দেয়।

আগামী ১৯ ও ২৬ মার্চ আরও দুটি ফ্লাইটে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।

উল্লেখ্য, গত বছরের জুলাই থেকে প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে। সূত্র: বিবিসি

লিবিয়া আটক নির্যাতন পাচারের শিকার বাংলাদেশি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম