Logo
Logo
×

বাংলার মুখ

মেহেরপুরে অপহরণ মামলায় দুইজনের যাবজ্জীবন

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মেহেরপুরে অপহরণ মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে উভয়েরই ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। দণ্ডিতরা হল- সদর উপজেলার শ্যামপুর গ্রামের জামিরুল ইসলাম ও শাহজাহান আলী। রায় ঘোষণার সময় জামিরুল ইসলাম আদালতে উপস্থিত ও শাজাহান পলাতক ছিল। ২০১২ সালের ১২ মার্চ সদর উপজেলার শ্যামপুর গ্রামের এক মেয়েকে আসামিরা অপহরণ করে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় অপহরণ মামলা করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম