Logo
Logo
×

জাতীয়

আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান বিচারপতি

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পিএম

আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান বিচারপতি

রংপুরে পাঁচ দিনের সফরে এসে রোববার বিকালে পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী নিহত আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

এরপর তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহিদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করেন।

বেরোবি ক্যাম্পাসে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

প্রধান বিচারপতি শহিদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শনের সময় তার সতীর্থদের সঙ্গে কথা বলেন।

২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটকের সামনে শহিদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রত্যক্ষদর্শীদের কাছে শোনেন। এ সময় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন প্রধান বিচারপতি। 

এ সময় উপাচার্য শহিদ আবু সাঈদের স্মৃতির স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে প্রধান বিচারপতিকে জানান। উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামাণিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান বিচারপতি এর আগে জজ আদালতসহ বিভিন্ন আদালত পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিচারকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

রোববার সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি জেলা জজ আদালত চত্বরে পৌঁছলে রংপুরের সিনিয়র জেলা জজসহ বিভিন্ন আদালতের বিচারকরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে প্রধান বিচারপতি জেলা আদালতের সামনে একটি হাড়িভাঙ্গা আমের চারা রোপণ করেন।

এরপর তিনি জেলা জজ আদালতের বিভিন্ন বিচারকের এজলাসসহ রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত এবং মেট্রোপলিটন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেন। সেখানেও একটি গাছের চারা রোপণ করেন।

আদালত পরিদর্শনের সময় প্রধান বিচারপতি রংপুর মেট্রোপলিটন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রধান বিচারপতি ১০ তলা জুডিশিয়াল ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও রংপুরের আদালত চত্বরে বিরাট পুকুর দেখে তা ভালোভাবে সংরক্ষণ করার নির্দেশ প্রদান করেন তিনি।

এ সময় রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির, মহানগর দায়রা জজ মশিয়ার রহমান খান, তারিখ হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং আর কিউএম জুলকার নাইন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারকসহ সব জুডিশিয়াল ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ল্যান্ড সার্ভে বিচারকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ৪ এপ্রিল ৫ দিনের সফরে রংপুরে আসেন প্রধান বিচারপতি। তিনি আগামী ৮ এপ্রিল রংপুর ত্যাগ করবেন বলে সরকারি সূচি অনুযায়ী জানা গেছে।

রংপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম