Logo
Logo
×

জাতীয়

যুগান্তরের আশুগঞ্জ প্রতিনিধি আক্তারুজ্জামান আর নেই

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৪:০১ পিএম

যুগান্তরের আশুগঞ্জ প্রতিনিধি আক্তারুজ্জামান আর নেই

পাঠক নন্দিত দৈনিক যুগান্তরের আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন (৫৩) মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

আক্তারুজ্জামান ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ছাতলপাড় এলাকার দানতলিয়া গ্রামের মৃত মো. আবুল বাশারের ছেলে। তবে পরিবারসহ তিনি আশুগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

গত ৬ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হন আক্তারুজ্জামান। সেদিনই তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন শুক্রবার রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আক্তারুজ্জামান দীর্ঘ ২৫ বছর যাবত আশুগঞ্জ এলাকায় সাংবাদিকতা করতেন। তিনি আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

শনিবার সকাল ৯টায় আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্র মাঠে আক্তারুজ্জামানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর দানতলিয়া গ্রামে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুর আড়াইটায় তাকে দাফন করা হয়।

আক্তারুজ্জামানে মৃত্যুতে আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজসহ ব্রাক্ষণবাড়িয়া জেলার সব সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।

আক্তারুজ্জামান রঞ্জন যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম