Logo
Logo
×

জাতীয়

আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট

বেকার-অদক্ষ তরুণদের যেভাবে প্রশিক্ষিত করছে শায়খ আহমাদুল্লাহর প্রতিষ্ঠান

তানজিল আমির

তানজিল আমির

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ পিএম

বেকার-অদক্ষ তরুণদের যেভাবে প্রশিক্ষিত করছে শায়খ আহমাদুল্লাহর প্রতিষ্ঠান

রাজধানী ঢাকার বাড্ডা সাতারকুলে স্বদেশ প্রোপার্টিসে স্বগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে আছে পঁয়তাল্লিশ হাজার বর্গফুটের একটি বিশাল শেড। এই শেড এখন হয়ে উঠেছে লাখ লাখ বেকার-অদক্ষ তরুণের স্বপ্ন নির্মাণের ঠিকানা। 

এটি অল্প সময়ে দেশবাসীর মন জয় করা আস-সুন্নাহ ফাউন্ডেশনের অঙ্গ-প্রতিষ্ঠান ‘আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’র প্রধান কেন্দ্র। বেকার-অদক্ষ তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে এই ইনস্টিটিউট। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত এই ইনস্টিটিউটে বর্তমানে ৮ টি কোর্স চালু রয়েছে। 

আবাসিক এই কোর্সগুলোর প্রশিক্ষণার্থীদের আর্থিক অবস্থা বিবেচনা করে আবাসনে ১০০% এবং টিউশন ফি-তে ৮০% পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়।

স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স 

এদেশে এমন অসংখ্য তরুণ আছে, কম্পিউটারের ব্যবহার সম্পর্কে যারা টুকটাক ধারণা রাখে; কিন্তু যত্ন, পরিবেশ ও সুযোগের অভাবে তারা কম্পিউটারে দক্ষ হয়ে কর্মজীবনে ঢুকতে পারে না। তাদের জন্যই এই কোর্স। এই কোর্সে মাইক্রোসফট অফিস, তাত্ত্বিক ও ব্যবহারিক অ্যাকাউন্টিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইংরেজি ভাষা, কর্পোরেট ম্যানার্স এন্ড এটিকেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। ইতোমধ্যে এই কোর্সের ১৯ টি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এতে ৮৬৫ জন যুবককে তিন মাসের আবাসিক প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মানজনক চাকরি প্রদান করা হয়েছে।

দি আর্ট অব সেলস অ্যান্ড মার্কেটিং   

বর্তমান পৃথিবী মার্কেটিংয়ের পৃথিবী। অনেকে বলে থাকেন, আধুনিক পৃথিবীতে প্রতিটি পণ্য তার মার্কেটিংয়ের সমান বড়। আপনার পণ্য গুণেমানে যতই ভালো হোক, যথাযথ মার্কেটিংয়ের অভাবে তা মুখ থুবড়ে পড়তে পারে। মার্কেটিংয়ে দক্ষ, অভিজ্ঞ ও বিশ্বস্ত জনবল তৈরি এবং ব্যবসায়িক ও অর্থনৈতিক খাতে উন্নতি সাধনের জন্য আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট নিয়ে এসেছে দি আর্ট অব সেলস অ্যান্ড মার্কেটিং কোর্স। 

বিক্রয় কৌশল, যোগাযোগ ও সম্পর্ক স্থাপন, বিপণন ও বাজারজাতকরণ কৌশল,  কর্মক্ষেত্রে আচরণবিধি, সেবা বিপণন অভিজ্ঞতা, ব্রান্ডিং ইত্যাদি বিষয় শেখানো হয় এই কোর্সে। এই কোর্সের ১ম ব্যাচের ২২ জন স্বপ্নবান তরুণ প্রশিক্ষণ গ্রহণ করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথে চাকরিরত আছে।

স্মার্ট টেইলারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন কোর্স  

অসহায় ও অবলম্বনহীন নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চালু করা হয়েছে এই কোর্স। এখানে টেইলারিং, টাই-ডাই, ব্লক-বাটিক, হ্যান্ড এমব্রয়ডারি অ্যান্ড ক্র্যাফটিং, বেসিক ফ্যাশন ডিজাইন, বেসিক বিজনেস ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।


ইতোমধ্যে এই কোর্সের ৫ টি ব্যাচের ২১৪ জন নারীকে তিন মাসের আবাসিক প্রশিক্ষণ দেয়া হয়েছে। কোর্স শেষে প্রশিক্ষনার্থীদের প্রত্যেককে সেলাই মেশিন সহ অর্ধ লক্ষাধিক মূল্যমানের টেইলারিং উপকরণ প্রদান করা হয়েছে।

 ফুটওয়্যার ট্রেনিং বা জুতা শিল্পে উদ্যোক্তা তৈরি কোর্স

এক সোনালি সময় ছিল, যখন জুতাশিল্প ছিল সাধারণ মানুষের হাতের নাগালে। বিশাল বিশাল ইন্ডাস্ট্রি নয়, ঘরেই তৈরি হতো জুতা, ঘরে ঘরে ছিল জুতা তৈরি কারিগর। কালের বিবর্তনে, বড় বড় কোম্পানিগুলোর আধিপত্যে, এই শিল্প আজ বন্দি হয়ে পড়েছে অল্প কিছু মানুষের হাতে। এতে জুতার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এক থেকে দুই ফুট চামড়া দিয়ে তৈরি জুতা আজ বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়। 


এই অচলায়তন ভাঙতে চালু হয়েছে ফুটওয়্যার ট্রেনিং বা জুতা শিল্পে উদ্যোক্তা তৈরি কোর্স। আশা করা যায়, এই কোর্সের মাধ্যমে জুতাশিল্প আবার ফিরে আসবে সাধারণ মানুষের হাতের নাগালে, ঘরে ঘরে তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে এই কোর্সে এখন ২৩ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে। 

তারা শিখছে উচ্চমানের জুতা তৈরির কলাকৌশল, বাজার বিশ্লেষণ এবং ব্র্যান্ড গঠনের সঠিক ধাপ। কর্তৃপক্ষের আশা, প্রশিক্ষণ শেষে তারা সফল ক্যারিয়ার বা ব্যবসা শুরু করতে সক্ষম হবে।

শেফ ট্রেনিং অ্যান্ড কিচেন ম্যানেজমেন্ট কোর্স

দিন যত যাচ্ছে সুস্বাদু, স্বাস্থ্যকর ও রকমারি খাবারের প্রতি সচেতন মানুষের আগ্রহ তত বাড়ছে। এর ফলে বিশ্ববাজারে বাড়ছে দক্ষ শেফদের ব্যাপক চাহিদা। এই চাহিদার বিষয়টি মাথায় রেখে চালু হয়েছে আস-সুন্নাহ শেফ ট্রেনিং অ্যান্ড কিচেন ম্যানেজমেন্ট কোর্স। 


তিনমাস মেয়াদী এই কোর্সের ১ম ব্যাচে ভর্তি হয়েছে আঠারো জন স্বপ্নবান তরুণ, যারা শেফ ও কিচেন ম্যানেজমেন্ট সেক্টরে সাফল্যের চূড়ায় উঠতে চান। আস-সুন্নাহর স্বাস্থ্যকর ও দৃষ্টিনন্দন কিচেনে অভিজ্ঞ ট্রেইনারদের হাতে চলছে তাদের নিবিড় প্রশিক্ষণ। শেফ ট্রেনিং এটি আস-সুন্নাহর বর্ণিল মুকুটে নতুন পালক।

আস-সুন্নাহ গুলজার বাহার খানম ড্রাইভিং স্কুল

একই সঙ্গে দক্ষ ও সৎ ড্রাইভারের বড় অভাব এদেশে। অথচ দক্ষ ও সৎ ড্রাইভারের ব্যাপক চাহিদা রয়েছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে। কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ ও সৎ ড্রাইভার তৈরির লক্ষ্যে চালু হয়েছে আস-সুন্নাহ ড্রাইভিং স্কুল। এখানে বিআরটিএ নিবন্ধিত পেশাদার ও অভিজ্ঞ ট্রেইনার দ্বারা অটো ও ম্যানুয়াল গাড়ি চালানো শেখানো হয়।

ইতোমধ্যে প্রথম ব্যাচের ২৪ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তারা এখন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের অধীনে পরীক্ষা এবং লাইসেন্সের জন্য অপেক্ষমান রয়েছেন। বেকারত্ব দূরের পাশাপাশি ড্রাইভিং সেক্টরে দক্ষ ও সৎ ড্রাইভারের যে শূন্যতা রয়েছে, আশা করা যায় এই প্রকল্প সেই শূন্যতা পূরণে বড় ভূমিকা রাখবে।

ওয়েব ডেভেলপমেন্ট কোর্স  

দেশের শিক্ষিত বেকার যুবকদের ওয়েব ডেভলপার হিসেবে গড়ে তুলতে চালু হয়েছে এই কোর্স। চার মাসব্যাপী অনলাইনে প্রশিক্ষণ প্রদান করার পর তিন মাসের আবাসিক কোর্সের মাধ্যমে তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলা হয়। ইতোমধ্যে ১ম ব্যাচে ১০ হাজার ৯৬২ জনকে অনলাইনে বেসিক ওয়েব ডেভেলপমেন্ট প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাদের মধ্যে থেকে বাছাইপূর্বক ৪২ জনকে তিন মাসের আবাসিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২য় ব্যাচে ৮৮০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিডারশিপ কোর্স  

ভাষাগত দক্ষতা এবং নেতৃত্বগুণ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের বিকশিত করা এই কোর্সের মূল লক্ষ্য। বাংলা, আরবি, ইংরেজি—এই  তিন ভাষায় শিক্ষার্থীদেরকে দক্ষ করে গড়ে তোলা হয়। নেতৃত্বে দক্ষতা, কর্পোরেট ম্যানার অ্যান্ড বিহেভিয়ার, বেসিক কম্পিউটার স্কিল, জেনারেটিভ এআই ও ভবিষ্যৎ দক্ষতা,  বাস্তব অভিজ্ঞতা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এই কোর্সের বিষয়বস্তু। এক বছর মেয়াদী এই কোর্সের প্রথম ব্যাচ চলমান। এতে প্রশিক্ষণ নিচ্ছে ১৬৪ জন প্রশিক্ষণার্থী।

শিগগিরই শুরু হবে যেসব কোর্স 

কন্টেন্ট ক্রিয়েশন

ইলেকট্রনিক ট্রেনিং

পাম্পিং ও পাইপ ফিটিং ট্রেনিং

রাজমিস্ত্রি ট্রেনিং

রড বাইন্ডিং ট্রেনিং

টাইলস মিস্ত্রি ট্রেনিং

পেইন্টিং ট্রেনিং

গার্ডেনিং ট্রেনিং

স্ট্রিট ফুড ট্রেনিং

নিজস্ব জমি ও ভবনের অভাবে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কার্যক্রম বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় ভাড়ার জমি ও ভবনে পরিচালিত হচ্ছে। 

সম্প্রতি ইনস্টিটিউটের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠানটির নিজস্ব ভবন গড়ে তুলতে জমি কেনার উদ্যোগ গ্রহণ করেছেন। 

এ বিষয়ে তিনি বলেন, ট্রেনিং সেন্টারের কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করতে ২০০ কাঠা জমি ক্রয় এবং সেই জমিতে ভবন নির্মাণ প্রয়োজন। দেশবাসীর ভালোবাসা ও সহযোগিতায় কাজটি সম্পন্ন করা গেলে প্রতি বছর ৩০ হাজার বেকার অদক্ষ নারী-পুরুষকে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করা সম্ভব হবে। কাজটি যদি করা যায় তবে তা হবে দক্ষ শ্রম-বাজার তৈরির ইতিহাসে এক স্মরণীয় মাইলফলক। 


Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম