Logo
Logo
×

জাতীয়

তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পিএম

তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি

ছবি: সংগৃহীত

আবহাওয়ার পুর্বাভাস ছিল, বৃষ্টি হতে পারে। হয়েছেও। কয়েক দিনের প্রচণ্ড গরমের পর আজ বুধবার দুপুর ২.৩০ মিনিট নাগাদ রাজধানীতে শুরু হয়েছে বজ্রসহ বৃষ্টি। এ সময় দমকা বাতাসও বয়ে যায়। দেশের বিভিন্ন জায়গা থেকেও বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছিল, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবেই হচ্ছে বৃষ্টি। লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অফিস আরও বলছে, আগামী শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশের কয়েক জায়গায় শীলা বৃষ্টির সম্ভাবনাও আছে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম