Logo
Logo
×

জাতীয়

মানুষের বুক খালি করে দেয় এমন রাজনীতি আমরা ঘৃণা করি: ধর্ম উপদেষ্টা

Icon

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ পিএম

মানুষের বুক খালি করে দেয় এমন রাজনীতি আমরা ঘৃণা করি: ধর্ম উপদেষ্টা

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যে রাজনীতি মানুষের বুক খালি করে দেয় এমন রাজনীতিকে আমরা ঘৃণা করি।

সোমবার রাতে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের কামালপুর গ্রামে আল হেরা জামেয়া ইসলামিয়া একাডেমির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আমাদের দুর্ভাগ্য এ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি ঢুকে শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে হানাহানি আর সংঘাত। প্রাইমারি স্কুলে নাই, হাইস্কুলে নাই, কলেজে গেলেই মারামারি। বিশ্ববিদ্যালয়ে গেলে আরও বড় মারামারি হয়। সেখানে পড়তে গিয়ে মেধাবী শিক্ষার্থীরা লাশ হয়ে ফিরতে হয়।

তিনি বলেন, অভিভাবকরা সুস্থ একটি সন্তানকে পড়ালেখার জন্য বিশ্ববিদ্যালয়ে দেন, পরে তার লাশ কাঁধে নিয়ে বাড়ি যান। কলেজের একজন ভাইস প্রিন্সিপাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহত ছাত্রীর লাশ কাঁধে নিয়ে বললেন- একজন জলজ্যান্ত মেয়েকে পড়তে দিয়ে ছিলাম, কিন্তু আজকে তার লাশ কাঁধে নিয়ে আমাকে ফিরতে হয়েছে। কথায় কথায় আমরা আমাদের সতীর্থকে মেরে ফেলি। এটা লেজুড়বৃত্তি রাজনীতির দুর্বৃত্তায়ন। এমন রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর রাজনীতি যদি কাউকে করতে হয় ক্যাম্পাস থেকে বেরিয়ে রাজনীতির প্লাটফরম তৈরি করেন।

তিনি আরও বলেন, নৈতিক শিক্ষা এখন শুধু মাদ্রাসা থেকেই পাওয়া যায়। মাদ্রাসা অঙ্গনে ইয়াবা খায় না; কিন্তু বিশ্ববিদ্যালয়ে নেশা করা হয়। মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত তারা অপরাধের সঙ্গে জড়িত কম হয়। এজন্য যুগের সঙ্গে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষায়ও আধুনিকায়ন আনা হয়েছে।

একাডেমির পরিচালনা কমিটির সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও একাডেমি প্রধান মাওলানা আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বুয়েটের সাবেক সহকারী অধ্যাপক ও একাডেমির ট্রাস্টি প্রকৌশলী ড. আবুল খয়ের, কেন্দ্রীয় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী, দক্ষিণ সুরমার লাউয়াই মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা রওনক আহমদ, জামেয়া মোহাম্মদীয়ার বাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান, উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হাসান মানিক, মাদ্রাসাশিক্ষক মাওলানা ওলিউর রহমান, ক্যামব্রিয়ান কলেজের পরিচালক শাহিন আহমদ রাজু, মাদ্রাসা শিক্ষক মাওলানা মুফতি শিহাব উদ্দিন, হাফিজ মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা হাসান বিন ফাহিম, সংগঠক ময়নুল হক জানু মিয়া প্রমুখ।

ভার্চুয়ালি স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা রুহুল আমিন দিলোয়ার।

শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারি এহসান বিন সিদ্দিক। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।

সিলেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম