সীমান্তের ভিডিও সবটা যে সত্য তা না, আবার সব মিথ্যাও না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে আরাকান আর্মির বিজু উৎসবে যোগ দেওয়াসহ যেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে তার সব সত্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, টিকটক ভিডিও অনেকভাবে করা যায়। সবটা যে সত্য তা না, আবার সবটা যে মিথ্যা তাও না। সীমান্ত পুরোপুরিভাবে সুরক্ষিত রয়েছে।
বুধবার দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বৈঠকে অন্যদের মধ্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম অশান্ত হওয়া সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ের পরিবেশ আগের চেয়ে শান্ত রয়েছে। আমি পাহাড়ে তিনবার চাকরি করেছি। ক্যাম্প কমান্ডার ছিলাম, সিও ছিলাম ও ব্রিগেড কমান্ডার ছিলাম। পাহাড়ে অশান্তি তো আপনারা দেখেননি। এখন ওই সময়ের তুলনা করতে গেলে পাহাড় পুরোটাই শান্ত। ছোটখাটো অপহরণ আমাদের সমতলেও তো হচ্ছে। খালি পাহাড়ের কেন দোষ দেন। পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থায় আছে, অনেক শান্ত আছে। আমি বাঘাইহাটে ছিলাম। সেখানে ল্যান্ডমাইন দিয়ে একসঙ্গে পিকআপ উড়িয়ে দিয়েছিল। তিনজন-চারজন করে মারা গেছেন। সেই সময় এ খবরগুলো আসেনি। ওই এলাকায় মানুষের প্রবেশাধিকারও সহজ ছিল না; কিন্তু এখন তো পাহাড়ের অবস্থা এতো ভালো যে, ওই রাস্তা দিয়ে আপনারা সাজেক চলে যাচ্ছেন।
