আসছে ‘নাগরিক সেবা’, দেশের সব গ্রাম, ওয়ার্ড ও শহরে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০২:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নাগরিক সেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নিয়ে আসছে সরকার। মূলত এক ঠিকানায় সব নাগরিক সেবা পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বুধবার এসব তথ্য জানিয়েছেন।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন তিনি।
ওই পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এক ঠিকানায় সব নাগরিক সেবা পৌঁছে দিতে আসছে নতুন সেবা আউটলেট ‘নাগরিক সেবা বাংলাদেশ’! সংক্ষেপে ‘নাগরিক সেবা’। বাংলাদেশের সব শহরে, সব গ্রামে, সব ওয়ার্ডে।
সেবাদাতা হিসেবে উদ্যোক্তারা আগামীকাল বৃহস্পতিবার থেকেই আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
