Logo
Logo
×

জাতীয়

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১২:১৪ এএম

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

গাজীপুরে এনসিপির শীর্ষস্থানীয় নেতা হাসনাত আবদুল্লাহ হামলার শিকার হয়েছেন আজ সন্ধ্যায়। তার ওপর হামলার প্রতিবাদে রোববার রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রাত ১০টার দিকে বিক্ষোভটি শুরু হয় বাংলামোটর এলাকা থেকে। পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে এনসিপির অনেক নেতা-কর্মী অংশ নেন। তারা তাদের নেতার ওপর হামলার বিচার দাবি করেন।

মিছিলে স্লোগান দেওয়া হয়— ‘হাসনাত, হাসনাত’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো’, ‘হাসনাতের রক্ত বৃথা যাবে না’, ‘জুলাইয়ের রক্ত বৃথা যাবে না’, ‘আওয়ামী সন্ত্রাসীদের বিচার চাই’।

বিক্ষোভে থাকা এনসিপি নেতারা বলেন, ‘আমাদের নেতার ওপর হামলার বিচার ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।’

এর আগে সন্ধ্যায় গাজীপুরে একদল অজ্ঞাত দুর্বৃত্ত এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায় বলে জানা যায়।

রবিবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়িবহর জ্যামে আটকে থাকা অবস্থায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, চার-পাঁচটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গাড়িতে ঢিল ছোড়ে ও লাঠি দিয়ে আঘাত করে। এতে গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়। হামলায় হাসনাত আবদুল্লাহ হাতে আঘাত পান, কনুইয়ের কয়েক জায়গা কেটে যায়।

ঘটনাস্থল থেকে দ্রুত সরে গিয়ে গাড়িবহর বোর্ডবাজার এলাকায় আইইউটি ক্যাম্পাসে আশ্রয় নেয়। পরে তাকে উত্তরা পূর্ব থানায় নেওয়া হয়। সেখান থেকে অন্য একটি গাড়িতে করে রাত সাড়ে আটটার দিকে ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর ফেসবুকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’

এ ঘটনার প্রতিবাদে রাত নয়টার দিকে গাজীপুরের এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। পরে এনসিপির পক্ষ থেকে রাজধানীতে এ মশাল মিছিল বের করা হয়।


হাসনাত আবদুল্লাহ এনসিপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম