Logo
Logo
×

জাতীয়

ঈদের আগে দুই শনিবার সরকারি অফিস খোলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ মে ২০২৫, ০৩:৪৮ পিএম

ঈদের আগে দুই শনিবার সরকারি অফিস খোলা

প্রতীকী ছবি

ঈদুল ফিতরের লম্বা ছুটির পর ঈদুল আজহাতেও ছুটি নিয়ে সুখবর দিয়েছে অন্তর্বর্তী সরকার। এবারও টানা ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত দায়িত্বশীল একজন উপদেষ্টা গণমাধ্যমকে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই উপদেষ্টা আরও জানান, ঈদের ছুটি শুরুর আগে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে।

এর আগে ১০ দিনের ছুটি ঘোষণার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

এ বছর পবিত্র ঈদুল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। অবশ্য এই ছুটি শুরুর দুদিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।

ঈদুল আজহা সরকারি ছুটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম