|
ফলো করুন |
|
|---|---|
অবৈধভাবে বালু উত্তেলন রোধে বিশেষ অভিযান পরিচালনা করে গত চার মাসে ৪৭টি বাল্ডহেড জব্দ করেছে কোস্ট গার্ড। এছাড়াও ১২টি ড্রেজার এবং ২টি এক্সেভেটর জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ কোস্ট গার্ড সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ঢাকা অঞ্চলের কার্যক্রম তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাহিনীটি আরও জানায়, গত চার মাসে এই জোনের তত্ত্বাবধানে ২৬টি দেশীয় অস্ত্র, একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গোলা, ২৫ পিস ইয়াবা, ৬ কেজি ৫০ গ্রাম গাঁজা, ১২ জন কিশোর গ্যাং সদস্য, ৪ জন চাঁদাবাজ, ৩ জন ছিনতাইকারী এবং একজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
এছাড়াও দুর্গম চরাঞ্চলের চিকিৎসা বঞ্চিত হতদরিদ্র ১ হাজার ৬৪৭ জন অধিবাসীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বাহিনীর ঢাকা অঞ্চলের জোনাল কমান্ডার মো. ইমতিয়াজ হোসেন বলেন, ঢাকা জোনের দায়িত্বপ্রাপ্ত এলাকা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর এবং তৎসংলগ্ন এলাকায় একক ও যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে ১০ মরদেহ এবং দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জোনাল কমান্ডার মো. ইমতিয়াজ আরও বলেন, নৌপথে চলাচলকারী যাত্রী ও নৌযানের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে দিনরাত টহল এবং তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়াও নৌপথে আকস্মিক দুর্ঘটনায় সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশনের জন্য এই জোনের অধীনস্থ বিসিজি স্টেশন পাগলা ও বিসিজি স্টেশন চাঁদপুরে সার্বক্ষণিক ডুবুরি দল প্রস্তুত থাকে।
যে কোনও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে এই জোনের আওতাধীন নৌরুটের চেকপয়েন্টে নজরদারি অব্যাহত রাখা হচ্ছে।
