Logo
Logo
×

জাতীয়

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যদাতা জগলুলের বিচার দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ মে ২০২৫, ০৮:৫১ পিএম

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যদাতা জগলুলের বিচার দাবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যদাতা ও জাল নথি প্রস্তুতকারক এবং তিনটি খুনের মামলার আসামি সৈয়দ জগলুল পাশাকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়া হয়েছে। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন প্রভাবশালী কর্মকর্তার হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে ফোরাম। 

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানিয়ে জগলুলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায় কর্মচারী ঐক্য ফোরাম।

সাবেক সচিব ও কর্মচারি ঐক্য ফোরামের সভাপতি এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জগলুল পাশাকে ৮ এপ্রিল গ্রেফতারের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন প্রভাবশালী কর্মকর্তার অবৈধ হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়। অথচ জগলুলের বিরুদ্ধে গুলশান, যাত্রাবাড়ী এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জগলুল ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকির একান্ত সচিব (পিএস) ছিলেন জগলুল। ২০০৭ সালে তিনি মিথ্যা ও জাল কাগজপত্র তৈরি করে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা করতে সহায়তা করেন। শুধু তাই নয় তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মিথ্যা সাক্ষ্য দেন। 

সৈয়দ জগলুল পাশা প্রতিবাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম