Logo
Logo
×

জাতীয়

ক্যাডার বহির্ভূত উপসচিবের ৬ পদ সংরক্ষণ, কৃতজ্ঞতা সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ মে ২০২৫, ০১:১৬ পিএম

ক্যাডার বহির্ভূত উপসচিবের ৬ পদ সংরক্ষণ, কৃতজ্ঞতা সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন। ছবি: যুগান্তর

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের ছয়টি পদ সংরক্ষিত থাকবে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। 

উপসচিব তৌহিদ বিন হাসান সাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-৩ শাখার প্রজ্ঞাপন মঙ্গলবার সকালে জারি করা হয়েছে।

উপসচিবের ছয়টি পদ সংরক্ষিত থাকায় সচিবালয়ের সব শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব আবদুল খালেকের নেতৃত্বে উপসচিবের ছয়টি পদ সংরক্ষণের অফিস আদেশ হাতে পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডিকে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।  

আরও পড়ুন: জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের ৬টি পদ সংরক্ষিত থাকবে, প্রজ্ঞাপন

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সমিতির মহাসচিব মাহে আলম, পার্সোনাল অফিসার সমিতির সভাপতি মো. সালাহউদ্দীন, নজরুল ইসলাম, জাহেদা, সেলিনা, নুরুল আলম, রফিক, হান্নান সরদার, নুর নওয়েজ, মনিরুজ্জামান, আক্তার, কামাল হোসেন, গাজীউর রহমান, ফরিদ, রিয়াদ, সাদ্দাম হোসেন, আলমগীর, মুননাফসহ বিভিন্ন সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-৩ শাখার মঙ্গলবারের আদেশ অনুযায়ী উপসচিবের (ক্যাডার বহির্ভূত) ৬ টি পদ সংরক্ষণ করা হয়। এর ফলে উপসচিব (ক্যাডার বহির্ভূত) মোট সংরক্ষিত পদের সংখ্যা দাঁড়ালো ১৫ টি। সিনিয়র সার্ভিসেস পুল আদেশ, ১৯৭৯ এর তফসিলে উপসচিবের মোট পদ ছিল ২৬৩ টি। সে অনুযায়ী উপসচিব (সচিবালয়) ক্যাডারের জন্য ১০ শতাংশ হারে মোট ২৬ টি বরাদ্দ ছিল। উক্ত ২৬ টি পদের এক-তৃতীয়াংশ হারে ৯ টি পদ ক্যাডার বহির্ভূতদের জন্য ইতোপূর্বে সংরক্ষিত ছিল। 

সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম