Logo
Logo
×

আইন-বিচার

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স

রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি ১ জুলাই পর্যন্ত মুলতবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১০:২৩ পিএম

রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি ১ জুলাই পর্যন্ত মুলতবি

ফাইল ছবি

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স নিয়ে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের ওপর শুনানি ১ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। 

শুনানি নিয়ে রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ ওই সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন। 

এর আগে ২৭ এপ্রিল শুনানি নিয়ে আপিল বিভাগ আবেদনকারী পক্ষের সময়ের আরজির পরিপ্রেক্ষিতে ১৮ মে পর্যন্ত শুনানি মুলতবি করেন। এর ধারাবাহিকতায় রোববার শুনানি হয়।

আদালতে রিভিউ আবেদনকারী মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন। এ সময় রিট আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী নিহাদ কবির এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম উপস্থিত ছিলেন। জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন বলেন, আপিল বিভাগের রায় শুনানিতে তুলে ধরে কিছু যুক্তি উপস্থাপন করেছি।
 
ওয়ারেন্ট অব প্রিসিডেন্স সংশোধন করে ২০১৫ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ রায় দেন। পরে ২০১৬ সালের ১০ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ে রাষ্ট্রের সাংবিধানিক পদধারীদের পদক্রম উপরের দিকে রাখা ও অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি জেলা জজদের পদক্রম আট ধাপ উন্নীত করে সচিবদের সমান করা হয়।

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স আপিল বিভাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম