আদানির সঙ্গে চুক্তি জাতীয় স্বার্থবিরোধী
রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করা উচিত: আনু মুহাম্মদ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১০:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিগত সরকারের আমলে তৈরি হওয়া রামপাল বিদ্যুৎকেন্দ্রটি ভারতের আধিপত্যের প্রতীক। বর্তমান সরকারের উচিত এ প্রকল্পটি বন্ধের পথ বের করা।
তাতে সাময়িক যে আর্থিক ক্ষতি হবে তা গত সরকারের জ্বালানি খাতের দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করে পূরণ করতে হবে বলে জানান অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।
শনিবার রাজধানীর এফডিসিতে ‘সঠিক পরিকল্পনার অভাবই জ্বালানি খাতে লুণ্ঠনের প্রধান কারণ’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
এতে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিতার্কিকদের পরাজিত করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হয়।
আনু মুহাম্মদ বলেন, ক্যাপাসিটি চার্জ একটি ভয়াবহ দুর্নীতির আখড়া ছিল। কোনো বিদ্যুৎ উৎপাদন না করেই লাখ কোটি টাকা নিয়ে গেছে। আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তিটিও জাতীয় স্বার্থবিরোধী। কুইক রেন্টাল আর চালু রাখার কোনো প্রয়োজন নেই।
জ্বালানি খাতের দুর্নীতি ও লুণ্ঠনের সঙ্গে যারা জড়িত তাদের বেশির ভাগই দেশ থেকে কিভাবে পালাল তা তদন্ত হওয়া দরকার। বিগত আমলে জ্বালানি খাতের দুর্নীতিবাজদের শনাক্ত করে তাদের তালিকা প্রকাশ করা উচিত। তা না হলে তারা মুখোশ পালটে একই অপরাধে লিপ্ত হবে।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কতিপয় রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ী এই তিন পক্ষের যোগসাজশেই জ্বালানি ও বিদ্যুৎ সেক্টরে দুর্নীতির মাধ্যমে ব্যাপক লুটপাট হয়েছে।
