Logo
Logo
×

অন্যান্য

অনলাইনে ভূমিসেবা: দিনে ১০-১২ কোটি টাকা আয় করছে সরকার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৭:৪৮ পিএম

অনলাইনে ভূমিসেবা: দিনে ১০-১২ কোটি টাকা আয় করছে সরকার

আলোচনা সভায় বক্তব্য দেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: সংগৃহীত

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আধুনিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের ফলে ভূমি সেবাগ্রহীতাদের মধ্যে সন্তুষ্টির মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সন্তোষজনক ভূমিসেবার জন্য ডিজিটাল ট্রান্সফরমেশন অপরিহার্য। ভূমিসেবা নিশ্চিতে কর্মকর্তাদের সার্ভে-ও-সেটেলমেন্ট-প্রশিক্ষণের প্রতি গুরুত্ব দিতে হবে এবং তা প্রারম্ভিক পর্যায় সম্পন্ন করতে হবে। 

তিনি বলেন, ভূমিসেবায় অনলাইন সংস্করণ যুক্ত হওয়ার ফলে দৈনিক গড়ে ১০-১২ কোটি টাকা রাজস্ব সরকারি কোষাগারে জমা হচ্ছে। সুষ্ঠু জরিপ কার্য সম্পাদনের মাধ্যমে ভূমিসেবায় নতুন মাত্রা যুক্ত হবে আর এ জন্য প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোববার রাজধানীর ভূমি ভবনের সেমিনার কক্ষে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় এসব কথা বলেন ভূমি উপদেষ্টা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। ভিডিও বার্তার মাধ্যমে মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতি, সংস্কার ও অর্জন বিভিন্ন শ্রেণির নাগরিকের দৃষ্টি আকর্ষণ করেছে। নামজারি, ভূমি উন্নয়ন কর ও খতিয়ান সেবা শতভাগ অনলাইন করাসহ এ সংক্রান্ত যাবতীয় পেমেন্ট ক্যাশলেস করা হয়েছে। বিদ্যমান প্রযুক্তিনির্ভর অটোমেটেড ভূমিসেবাগুলো সেবাগ্রহীতাদের কাছে জনপ্রিয় করাসহ ভূমি উন্নয়ন কর আদায় তথা রাজস্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনের এই মেলায় ১৯ স্টলে ভূমি সংক্রান্ত সব সেবা প্রদান করা হবে। 

ভূমিসেবা অনলাইন সরকার রাজস্ব ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম