Logo
Logo
×

জাতীয়

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১২:৩১ পিএম

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

ফাইল ছবি

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৬ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এর ফলে গরমের অনুভূতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিস আরও জানায়, দিনের তাপমাত্রা আগের তুলনায় সামান্য বাড়তে পারে। এ সময় দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

এছাড়া সোমবার (২৬ মে) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। এই উচ্চ আর্দ্রতা গরমের অস্বস্তি আরও বাড়িয়ে তুলতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর তাপমাত্রা বৃষ্টি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম