Logo
Logo
×

জাতীয়

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহযোগীসহ গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৩:৪১ পিএম

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহযোগীসহ গ্রেফতার

সুব্রত বাইন। ছবি: সংগৃহীত

অস্ত্রসহ দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কুষ্টিয়ার একটি বাসা থেকে তার এক সহযোগীসহ গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি চৌকস দল। গ্রেফতারের পর তাকে ঢাকায় আনা হচ্ছে।

মঙ্গলবার (২৭ মে)  একটি দায়িত্বশীল সূত্র  থেকে তথ্য জানা গেছে।

ঢাকার অপরাধ জগতের দুই কুখ‍্যাত সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে কুষ্টিয়া জেলা কারাগারের পেছনের একটি বাসা থেকে সকালে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

এ সময় ২টি পিস্তল, ৪ টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।

এর আগে সেনা বাহিনীর চৌকস সদস‍্যদের একটি দল বাসাটি ঘিরে রাখে। দুজনকেই ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

সুব্রত বাইন সেনাবাহিনী ম্যাগাজিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম