Logo
Logo
×

জাতীয়

মোমেনশাহী ক্যান্টনমেন্টে এআরটিডিওসির চিফের সঙ্গে টুরিস্ট পুলিশ সুপারের সাক্ষাৎ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১০:২০ পিএম

মোমেনশাহী ক্যান্টনমেন্টে এআরটিডিওসির চিফের সঙ্গে টুরিস্ট পুলিশ সুপারের সাক্ষাৎ

মোমেনশাহী ক্যান্টনমেন্টে এআরটিডিওসির চিফের সঙ্গে টুরিস্ট পুলিশ সুপারের সাক্ষাৎ। ছবি: যুগান্তর

ময়মনসিংহের মোমেনশাহী ক্যান্টনমেন্টে এআরটিডিওসির চিফের সঙ্গে টুরিস্ট পুলিশ সুপার সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার তাদের মধ্যে এ সাক্ষাৎ হয়।

পর্যটন শিল্পের বিকাশ, উন্নয়ন এবং পর্যটকদের ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্পটে  নিরাপত্তা নিশ্চিত এ মোমেনশাহী ক্যান্টনমেন্টের এআরটিডিওসির প্রধান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানের সঙ্গে টুরিস্ট পুলিশ সুপার মো. নাইমুল হক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিভিন্ন পদবির কর্মকর্তারা উপস্থিত ছিল।

লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সব সময় আপসহীন থাকবে। অত্র অঞ্চলের পর্যটনের বিকাশের স্বার্থে টুরিস্ট পুলিশকে যেকোনো ধরনের সহায়তা করতে সেনাবাহিনী সব সময় প্রস্তুত।

টুরিস্ট পুলিশ সুপার মো. নাঈমুল হক টুরিস্ট পুলিশ ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ধন্যবাদ জানান। 

ময়মনসিংহের মোমেনশাহী ক্যান্টনমেন্টে এআরটিডিওসির চিফের সঙ্গে টুরিস্ট পুলিশ সুপার সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার তাদের মধ্যে এ সাক্ষাৎ হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম