শান্তিরক্ষা মিশনে সহায়তা অব্যাহত রাখবে বাংলাদেশ: অর্থ উপদেষ্টা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ মে ২০২৫, ০১:৩৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার শান্তিরক্ষী দিবসের কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের অয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা তুলনাহীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিস জিন লুইস। আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকী। অনুষ্ঠানে উপদেষ্টামণ্ডলীর সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী যাতে আরও আÍবিশ্বাস ও দক্ষতার সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কার্যত অংশ নিতে পারে, সে বিষয়ে যে কোনো ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের ভ‚মিকা তুলনাহীন। শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। জাতিসংঘ মিশনে ধারাবাহিক অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব শান্তি বজায় রাখতে দৃঢ়ভাবে প্রতিশ্র“তিবদ্ধ। এ সময় তিনি বিভিন্ন শান্তিরক্ষা মিশনে গিয়ে প্রাণ হারানো ১৬৮ জন বীর সৈনিক ও পুলিশ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, তাদের এ আÍত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ ১৯৮৮ সাল থেকেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। বর্তমানে শান্তিরক্ষা কাজে বাংলাদেশ সেনাবাহিনীর ৪ হাজার ৮৮০, নৌবাহিনীর ৩৪৩, বিমানবাহিনীর ৩৯৬ এবং পুলিশবাহিনীর ১৯৯ জনসহ ৫ হাজার ১৮০ জন শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশের নয়টি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন।
এর আগে দিবসটি ঘিরে ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দর মসজিদ এলাকায় এবং অন্যান্য বিভাগীয় শহরে ‘শান্তিরক্ষী দৌড়/র্যালি-২০২৫ (চবধপবশববঢ়বৎং জঁহ/জধষষু-২০২৫)’-এর মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসাবে এই দৌড়/র্যালির উদ্বোধন করেন।
