Logo
Logo
×

অন্যান্য

বৈরী আবহাওয়া

চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমান ফিরল ঢাকায়

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৯:৩৯ পিএম

চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমান ফিরল ঢাকায়

ফাইল ছবি

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় ফিরে গেছে। বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার রাত ৯টা ৪৪ মিনিটের ফ্লাইটটিতে যাত্রায় কয়েক ঘণ্টার বিলম্ব ঘটে। 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিলম্বের সময় যাত্রীদের যথাযথভাবে অবহিত ও সহায়তা করা হয়েছে। ফ্লাইটটির কোনো কারিগরি ত্রুটিও পাওয়া যায়নি। বর্তমানে উভয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, চট্টগ্রামের আবহাওয়া অনুক‚ল না থাকায় নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। রাত কাটিয়ে ফ্লাইটটি ভোর ৪টা ১৬ মিনিটে পুনরায় চট্টগ্রামে অবতরণ করে এবং আবহাওয়ার উন্নতি হলে শুক্রবার সকাল ৫টা ৩১ মিনিটে দুবাইয়ের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম