Logo
Logo
×

জাতীয়

সারা দেশে ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণের উদ্যোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০২:০১ পিএম

সারা দেশে ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণের উদ্যোগ

ছবি: সংগৃহীত

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইল টিটিসি, নাগরপুর টিটিসি ও কালিহাতী টিটিসি এসএসসি পরীক্ষার্থীদের উপস্থিতিতে কোর্সটি উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। পরে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তিনি।

আসিফ নজরুল তার পোস্টে তিনি বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সারা দেশে মন্ত্রণালয়ের বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কম্পিউটার, গ্রাফিক্স, ওয়েব ডিজাইন বিষয়ে বিনামূল্যে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম।’

তিনি বলেন, দক্ষ মানবসম্পদছাড়া ছাড়া শ্রমবাজারে বিদেশে ভালো করা যাবে না। এটি গড়ে তোলার একটি প্রাইমারি ধাপ হিসেবে এটি করা হয়েছে। পরবর্তী সময়ে এই কোর্সে যারা ভালো করবেন, উচ্চতর প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম