ঈদের দিনসহ ১০ দিন ঢাকায় কাঁচা চামড়া পরিবহণ নিষিদ্ধ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৭:৪৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সারা দেশ থেকে ঢাকায় কাঁচা চামড়া পরিবহণে ১০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেওয়া
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘সরকার ঈদের দিনসহ পরবর্তী
১০ দিন অন্য জেলা হতে ঢাকায় কাঁচা চামড়া পরিবহণ নিষিদ্ধ করেছে।’
এর আগে গত ২৫ মে বাণিজ্য উপদেষ্টা শেখ
বশিরউদ্দিন বলেছিলেন, কুরবানির ঈদের সময় চামড়ার বাজারে সরবরাহ নিয়ন্ত্রণ করতে ১০ দিন
ঢাকায় চামড়া প্রবেশ বন্ধ রাখা হবে। স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণের সুবিধার্থে সারা
দেশে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ বিতরণ করার কথাও বলেছিলেন তিনি।
তিনি বলেন, ঢাকায় চামড়া প্রবেশ বন্ধের
ফলে গ্রামাঞ্চলের চামড়া সংরক্ষণকারীরা লবণের মাধ্যমে সংরক্ষণ করতে পারবে। যারা কুরবানির
পশু জবাই করেন তারা চামড়া মাদরাসা বা এতিমখানায় দিয়ে দিতে পারবেন, যা সংরক্ষণ করে পরে
বিক্রি করা হবে।
