এক হাটের পশু অন্য হাটে নিলে কঠোর ব্যবস্থা: র্যাব
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৯:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঈদুল আজহাকে সামনে রেখে পশুবাহী ট্রাক কিংবা এক হাটের গরু জোর করে অন্য হাটে নামিয়ে দেওয়ার যে অপপ্রবণতা রয়েছে, সেটিকে কঠোর হস্তে দমন করতে মাঠে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ধরনের অপতৎপরতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর গাবতলীর হাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম।
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে গরুর হাটে জাল টাকা, চাঁদাবাজি, পশুবাহী গাড়িতে বাধা প্রদান কিংবা এক হাটের গরু অন্য হাটে জোর করে নেওয়ার মতো অপরাধ যাতে না হয়, সে জন্য র্যাব সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। মাহবুব আলম জানান, দেশের সবচেয়ে বড় গাবতলী হাটসহ মিরপুর বেনারসিপল্লী ও পাটুরিয়া ফেরিঘাট এলাকার গরুর হাটগুলোতে অস্থায়ী র্যাব ক্যাম্প স্থাপন করা হয়েছে। হাট এলাকায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার এবং বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
জনগণ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে কুরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারে, সে জন্য হাটজুড়ে দৃশ্যমান ও অদৃশ্যমান নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, বলেন র্যাব-৪ এর এই কর্মকর্তা।
ঈদযাত্রায় ঘরমুখো মানুষ যাতে ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টির খপ্পরে না পড়ে, সে জন্য গাবতলী বাসস্ট্যান্ড, নবীনগর, বাইপাইল, ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া-আরিচা ফেরিঘাট এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করছে র্যাব।
মাহবুব আলম জানান, বাসের টিকিট কালোবাজারি, ভাড়া বেশি নেওয়া কিংবা অন্য কোনো অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হচ্ছে। সোমবার গাবতলী বাস কাউন্টারেও এ ধরনের অভিযান চালানো হয়। র্যাব-৪ জানায়, কোরবানির পশুর হাটে জাল টাকা লেনদেন রোধে জাল টাকা শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি হাটে ও আশপাশে সক্রিয় অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারী চক্রকে দমনেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
গত ১ মে থেকে ৩১ মে পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১৭ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান র্যাব-৪ এর অধিনায়ক। যেকোনো ধরনের চাঁদাবাজি, রাস্তা আটকে পশুবাহী গাড়ি থেকে টাকা আদায়, অথবা এক হাটের পশু জোর করে অন্য হাটে নিয়ে যাওয়া হলে সঙ্গে সঙ্গে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না,সাফ জানিয়ে দেন র্যাব-৪ এর এই কর্মকর্তা।
