ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঈদুল আজহার পরদিন রাজধানীর হাতিরঝিলে জমে উঠেছে ঈদ আড্ডা। এদিকে কক্সবাজার সৈকতে পর্যটক-দর্শনার্থীদের ভিড় বেড়েছে।
ঈদুল আজহার পরদিন রাজধানীর হাতিরঝিলে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করছেন। ঈদের দিন তেমন ভিড় না থাকলেও দ্বিতীয় দিনে লোকে লোকারণ্য হাতিরঝিলের ব্রিজগুলো।
রোববার হাতিরঝিল ঘুরে দেখা গেছে, বিকাল চারটার পর থেকে হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে মানুষের ভিড় লেগেছে। ঝিলের দুই পাড় ও প্রতিটি ব্রিজে ভিড় করেছেন তারা। অনেককেই পরিবারসহ পায়েচালিত নৌকা চালাতে দেখা যায়।
হাতিরঝিলের মধুবাগ ব্রিজের দুই পাশ ঘুরে দেখা গেছে, দুই পাশের সংযোগ সেতুর পার্শ্ব রাস্তায় ভিড় করেছে কিশোর বয়সের অনেক ছেলে। কেউবা আছেন পরিবারের সঙ্গে। আছেন অনেক তরুণীও। তাদের অনেকে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করায় ব্যস্ত।
এদিকে পর্যটক-দর্শনার্থীদের ভিড় জমেছে পর্যটন নগরী কক্সবাজারে। সকাল থেকে সৈকতে লোকজন আশা শুরু করে। নানা বয়সী নারী-পুরুষের পদচারণায় মুখর হয়ে ওঠে গোটা শহর।
সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট, হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক, মেরিনড্রাইভসহ আশপাশের পর্যটন স্পটগুলোতে ব্যাপক পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস বলেন, ‘ছুটিতে বিপুল পর্যটক ও দর্শনার্থীর আগমন ঘটবে। এমন আশায় অতীতের মতো নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
