Logo
Logo
×

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি

সরকারি-বেসরকারি কলেজ খুলবে রোববার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০১:১৫ এএম

সরকারি-বেসরকারি কলেজ খুলবে রোববার

ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোয় পবিত্র ঈদুল আজহার ছুটি বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এদিন থেকেই ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। এবার সরকারি ও বেসরকারি কলেজগুলোয় ১০ দিনের ছুটি ছিল। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হয়েছিল ৩ জুন। বৃহস্পতিবার এ ছুটি শেষ হয়। ছুটি শেষে সাপ্তাহিক বন্ধের দিন পড়ায় ছুটির আওতা আরও দুদিন বেড়েছে। ফলে রোববার থেকে সরকারি-বেসরকারি কলেজ পুরোদমে চালু হবে।

এদিকে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আরও দেরিতে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহার ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। ঈদের ছুটি শেষে এখন চলবে গরমের ছুটি।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় ২৪ জুন, মাধ্যমিক বিদ্যালয় ২২ জুন, মাদ্রাসা ২৬ জুন এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২২ জুন খুলে দেওয়া হবে। তবে ছুটি শেষে সাপ্তাহিক বন্ধ পড়লে সেক্ষেত্রে আরও দুদিন পর প্রতিষ্ঠানগুলোয় ক্লাসসহ সব কার্যক্রম পুনরায় শুরু হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম