Logo
Logo
×

জাতীয়

আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০১:২০ পিএম

আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও থানার হত্যা হামলার আসামি শরিফুল ইসলাম আদালত থেকে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গনে ঘটনা ঘটে। 

জানা যায়, শরিফুল ইসলামকে হাজতখানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় কৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায়।

মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ এসআই রিপন বলেন, আসামিকে আদালতে নিয়ে যাওয়ার সময় শহিদুলকে আঘাত করে তিনি পালিয়ে যান। 

ডিএমপির প্রসিকিশন বিভাগের এডিসি মাইন উদ্দিন বলেন, আসামির হাতে হাতকড়া পড়ানো ছিল। তিনি ধাতব কিছু দিয়ে হাতকড়া লুজ করে কৌশলে খুলে ফেলে। পরে পুলিশ কনস্টেবলের হাতে আঘাত করে পালিয়ে যায়। 

তিনি বলেন, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কোতোয়ালি থানাকে জানানো হয়েছে আসামিকে গ্রেফতারের জন্য। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম