Logo
Logo
×

শেষ পাতা

ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস

পাঁচ আগস্ট সরকারি ছুটি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাঁচ আগস্ট সরকারি ছুটি

প্রতিবছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দিনটি সাধারণ ছুটি থাকবে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরতে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘প্রতিবছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। দিনটি সরকারি ছুটি ঘোষণা করা হবে। জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণ করতে ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। কিন্তু মূল ইভেন্ট শুরু হবে ১৪ জুলাই থেকে। চলবে ৫ আগস্ট পর্যন্ত।’

তিনি বলেন, ‘আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে, জুলাইয়ে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সে অনুভূতিটাকে ফিরিয়ে আনা। এটার জন্য কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। এসব বিষয়ে সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং বিস্তারিত জানাবে।’

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আজকের বৈঠকে নয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠকে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসন নিয়ে একটি কমিটি হয়েছে। এর নেতৃত্ব দেবেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তিনি বলেন, জুলাই প্রক্লেমেশন (সনদ) ছাত্র-জনতার একটা দাবি। জুলাই প্রক্লেমেশন যাতে ৫ আগস্টের আগে দেওয়া যায়, সেজন্য একটা কমিটি হয়েছে। এর নেতৃত্ব দেবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। কমিটিতে আরও কয়েকজন উপদেষ্টা থাকবেন। দ্রুত জুলাই সনদ তৈরির জন্য কমিটি শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম