Logo
Logo
×

জাতীয়

বাধ্যতামূলক অবসরে পাঁচ সচিবসহ ছয় কর্মকর্তা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০১:৪৮ এএম

বাধ্যতামূলক অবসরে পাঁচ সচিবসহ ছয় কর্মকর্তা

পাঁচজন সচিব এবং একজন গ্রেড-১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

যারা অবসরে গেছেন, তারা হলেন—বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সুকেশ কুমার সরকার, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ড. মো. সহিদ উল্যাহ এবং ওএসডি সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন। এ ছাড়া গ্রেড-১ পদমর্যাদার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্রও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছেন।

সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ নম্বর ধারা অনুসারে তাদের এই অবসরে পাঠানো হয়েছে। এই ধারায় বলা আছে, কোনো কর্মকর্তা ২৫ বছর চাকরির মেয়াদ পূর্ণ করলে সরকার তাকে কোনো কারণ দর্শানো ছাড়াই বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়ম অনুযায়ী অবসরের সব সুবিধা পাবেন। 

এর আগেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েকজন সচিবকে একইভাবে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম