Logo
Logo
×

জাতীয়

গরম নিয়ে স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৯:৩৭ এএম

গরম নিয়ে স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর

ছবি: সংগৃহীত

গত কিছুদিন টানা বৃষ্টির পর ফের বাড়তে শুরু করেছিল গরমের তীব্রতা। তবে এবার গরম নিয়ে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, সোমবার রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় সকাল থেকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আর এতে করে কমতে পারে গরমের তীব্রতা। একইসঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

সোমবার (২৩ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের অঞ্চলের জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য কমে যেতে পারে। অর্থাৎ, আজ তাপমাত্রায় কিছুটা স্বস্তি মিলতে পারে নগরবাসীর। এছাড়া, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য না হলেও স্বল্পমাত্রায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম