Logo
Logo
×

জাতীয়

ডিএমপির ৩ সহকারী কমিশনারকে বদলি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৭:৫৯ পিএম

ডিএমপির ৩ সহকারী কমিশনারকে বদলি

ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এ বদলি করা হয়।

আদেশে বলা হয়েছে, ডিবির রমনা বিভাগের এসি পহন চাকমাকে বদলি করে বিমানবন্দর জোনের এসি দায়িত্ব দেওয়া হয়েছে। নিউমার্কেট জোনের এসি তারিক লতিফি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এসি মো.জাহাঙ্গীর কবিরকে নিউমার্কেট জোনের এসি হিসেবে বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানিয়েছে ডিএমপি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম