Logo
Logo
×

জাতীয়

‘বিদেশে পালিয়ে যাওয়া’ স্ত্রীসহ হাছান মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১১:০৩ পিএম

‘বিদেশে পালিয়ে যাওয়া’ স্ত্রীসহ হাছান মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

শেখ হাসিনার সরকারের পতনের পর ‘বিদেশে পালিয়ে যাওয়া’ সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ এবং তার স্ত্রী নূরান ফাতেমার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। দুদকের সহকারী পরিচালক আল-আমিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক দুটি আবেদন করেন।

আবেদনে বলা হয়, হাছান মাহমুদ বন ও পরিবেশ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী হিসাবে এবং সংসদ সদস্যের (এমপি) দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন এক কোটি ১১ লাখ ৫৫ হাজার ৩১৮ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। এ ছাড়া অপরাধমূলক অসদাচরণ এবং তার নিজ, যৌথ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে নয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৯ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫৬৭ টাকা সন্দেহজনক লেনদেন করে হস্তান্তর, রূপান্তর, স্থানান্তরের মাধ্যমে অর্থপাচারের অভিযোগে ৬ এপ্রিল দুদক মামলা করে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা জরুরি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম