বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর জঁ পেম
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১০:৩৫ পিএম
বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন ডিভিশনাল ডিরেক্টর হিসেবে জঁ পেম মঙ্গলবার থেকে দায়িত্ব পালন শুরু করবেন। পেম তার কাজে বিস্তৃত উন্নয়ন অভিজ্ঞতা নিয়ে এসেছেন। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন প্রচার এবং আর্থিক ব্যবস্থাকে আরও স্থিতিস্থাপক ও অন্তর্ভুক্তিমূলক করে তোলার ক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা। তিনি একজন ফরাসি নাগরিক এবং একজন প্রকৌশলী। সোমবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেম ২০০৩ সালে একজন সিনিয়র অবকাঠামো বিশেষজ্ঞ হিসেবে বিশ্বব্যাংকে যোগ দেন। তারপর থেকে বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে নেতৃত্বের পদে অধিষ্ঠিত ছিলেন। এর মধ্যে রয়েছে বিশ্বব্যাংকের আইএফসির আর্থিক খাতের বিষয়গুলিতে, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় কাজ করার ক্ষেত্রে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
এ দায়িত্ব গ্রহণের আগে, পেম গ্লোবাল ডিরেক্টর, ফাইন্যান্স হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিশ্বব্যাংকের সুদৃঢ়, স্থিতিশীল, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ পরিচালনা করেন। তিনি বিশ্বব্যাংকের আর্থিক স্থিতিশীলতার জন্য গ্লোবাল টিমের নেতৃত্বও দেন।
পেম বলেন, বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য বাংলাদেশের অনন্য উন্নয়ন অভিজ্ঞতা রয়েছে। এটি এমন একটি দেশ যা বারবার তার উন্নয়ন উদ্ভাবন, দৃঢ় সংকল্প এবং জরুরি উন্নয়ন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় স্থিতিস্থাপকতা দিয়ে বিশ্বকে অবাক করেছে। আমি বাংলাদেশের সরকার এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ, যাতে দেশটি শক্তিশালী এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং প্রবৃদ্ধির গতিপথ বজায় রাখতে পারে।
